Social Icons

Sunday, December 27, 2015

দক্ষিণ আমেরিকায় আকস্মিক বন্যায় গৃহহীন দেড় লাখ

পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে, আরজেণ্টিনা, ব্রাজিল ও ওরোগুয়ের দেড় লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। প্রবল বর্ষণে ওই অঞ্চলের প্রধান তিনটি নদীর পানি বৃদ্ধি পেয়ে ওই আকস্মিক বন্যা দেখা দেয়। এরমধ্যে সবচেয়ে খারাপ অবস্থা প্যারাগওয়ের। দেশটিতে জরুরি অবস্থা করা হয়েছে। বন্যায় দেশটির ১ লাখ ৩০ হাজার  মানুষ গৃহহীন হয়ে পড়েছে। উত্তর আর্জেণ্টিনায় বিশ হাজার লোক ও ব্রাজিলের এক হাজার আটশ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। খবর বিবিসির। বৃষ্টির সঙ্গে প্রচন্ড ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যপক ক্ষতি হওয়ায় বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ নেই। দুই শতাধিক বিদ্যুতের খুঁটি ঝড়ের কারণে দুমড়ে-মুচড়ে গেছে। দেশগুলোর আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে। গত ১৮ ডিসেম্বর থেকে ওই অঞ্চলটিতে টানা বৃষ্টিপাতের কারণে সীমান্ত নদীগুলোর পানি বিপদসীমার উপর থেকে প্রবাহিত হচ্ছে। ব্রাজিলের প্রেসিডেণ্ট ডিলমা রোসেফ শনিবার বিমানে করে ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates