সেন্সর বোর্ডের চোখ রাঙানি থেকে মুক্তি পেল মিলাপ জাভেরি পরিচালিত ‘মস্তিজাদে’। আগেই ‘এ’ সার্টিফিকেট দিয়ে ছবিটিকে মুক্তির ছাড়পত্র দিয়েছিলেন সেন্সর কর্তারা। তবে এ বার পরিচালকের দাবি, ছবি থেকে নাকি একটি দৃশ্যও বাদ দেওয়া হয়নি। ‘‘এটা ভেবে আমার ভাল লাগছে সেন্সর বোর্ডের কর্তারা এটা বুঝেছেন একটা অ্যাডাল্ট ছবি অ্যাডাল্টদের জন্যই তৈরি করা হয়।’’ জানিয়েছেন মিলাপ।
জানা গিয়েছে বেশ কিছু এক্সট্রা শট নিয়ে রেখেছিলেন পরিচালক। কিন্তু তাঁর শুট করা কোনও দৃশ্যই বাদ পড়েনি। এই সব ছবির টার্গেট অডিয়েন্স রয়েছে। যাঁরা ‘গ্র্যান্ড মস্তি’ পছন্দ করেছিলেন তাঁরা ‘মস্তিজাদে’ও পছন্দ করবেন বলে মনে করছেন মিলাপ।
প্রীতীশ এবং রঙ্গিতা নন্দী প্রযোজিত এই সিনেমায় সানি লিওনের ডবল রোল। ‘লায়লা’ এবং ‘লিলি’র ভূমিকায় দেখা যাবে তাঁকে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তুষার কপূর, বীর দাস প্রমুখ। রীতেশকে দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে।
গত মে মাসে এই ছবির টিজার মুক্তি পেয়েছিল। তখনই ইউটিউবে হিটের পরিমাণ দেখেই আন্দাজ করা গিয়েছিল যে ছবিটি দর্শকদের পছন্দ হবে। আগামী ২৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি।
No comments:
Post a Comment