সৌদি আরবে চাকরি দাতার কাছ থেকে অন্তত ১৫০ বাংলাদেশি নারী গৃহকর্মী পালিয়ে গেছেন। তাদের সবাইকে আটকের পর দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার সৌদি গেজেটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে যাওয়ার পর কেন গৃহকর্মীরা কাজ ছেড়ে পালিয়ে যাচ্ছেন- এ ব্যাপারে অনুসন্ধান করছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস বলছে, মূলত অতিরিক্ত কাজের চাপ, বাড়ির প্রতি অতিরিক্ত টান ও মালিকের দুর্ব্যবহারের কারণে গৃহকর্মীরা কাজ ছেড়ে দিচ্ছেন।
কর্মী নিয়োগ বিষয়ে বিশেষজ্ঞ খালেদ আল সাইফ জানিয়েছেন, বাংলাদেশের অবস্থা ওই জায়গায় এমন নেই যে এ বিষয়ে তারা গৃহকর্মীর চাহিদা পূরণ করবে। দুই দেশের করা চুক্তিতে পাঁচ লাখ গৃহকর্মী পাঠানোর কথা থাকলেও বাংলাদেশ এত গৃহকর্মী পাঠায়নি। এখন পর্যন্ত ১৫ হাজার কর্মী পাঠিয়েছে যাদের মধ্যে ১৫০ জন চলে গেছে।
No comments:
Post a Comment