দলীয় সিদ্ধান্ত অমান্য করে বরগুনা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের দুই নেতাকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রবার শহরে মাইকিং করে ওই দুই নেতাকে বহিস্কারের সিদ্ধান্ত বরগুনাবাসীকে জানিয়ে দেয়া হয়।
বহিষ্কৃত নেতারা হলেন— বরগুনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহাদাত হোসেন বাবুল ও জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জানান, বরগুনা পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেয়। ওই দুই নেতা দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহ করে দলের বিপক্ষে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা আওয়ামী লীগ ওই দুই নেতাকে একাধিক বার মেয়র পদ প্রত্যাহার করে দলের প্রার্থীর পক্ষে কাজ করতে বলা হয়। কিন্‘ তারা দলের সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ জন্য তাদের দুজনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
No comments:
Post a Comment