ফের তামিল অভিনেতা রজনীকান্তের কারনে চোখ কপালে উঠতে যাচ্ছে ভক্তদের। 'বাহুবলি'-র সেট ও স্পেশাল এফেক্ট দেখে যদি বিষম লাগে, তাহলে রজনীকান্তের আগামী ছবিতে দর্শকরা নির্ঘাত চমকে যাবে।
তামিল সুপারস্টারের 'রোবোট’ এর সিক্যুয়েল আসছে ‘রোবট টু’। রোবোট টু-এর বিশেষত্ব হল, ছবিটি তৈরিতে ব্যয় করা হচ্ছে ৩৫০ কোটি রূপি। এখন পর্যন্ত এটাই ভারতের সবচেয়ে বড় বাজেটের সিনেমা।
রজনীকান্তের 'রোবোট টু'-এ রজনীর সহ-অভিনেতা হিসেবে প্রন্তাব দেওয়া হয়েছিল হলিউড সুপারস্টার আর্নল্ড সোয়ার্জনেগারকে। কিন্তু পারিশ্রমিক নিয়ে জটিলতায় তিনি রাজি হননি। সেই জায়গায় থাকছেন অক্ষয় কুমার।
সম্প্রতি চেন্নাইয়ে সিনেমার কলাকুশলীরা একটি সাংবাদিক বৈঠকে জানান, সোয়ার্জনেগার ‘রোবট টু’ নিয়ে খুবই উৎসাহী ছিলেন। কিন্তু তাঁর পারিশ্রমিক নিয়ে সমস্যা দেখা দেয়। এই সিনেমার জন্য তিনি ১২০ কোটি রূপি পারিশ্রমিক চেয়েছিলেন। কিন্তু প্রযোজনা সংস্থা এতো অর্থ দিতে রাজি নয়। তাই অক্ষয়কেই প্রস্তাব দেওয়া হয়।
'রোবোট টু'-এর ভিস্যুয়াল এফেক্টের দায়িত্বে রয়েছেন শ্রীনিবাস মোহন। 'বাহুবলি'-তেও শ্রীনিবাস মোহনই কাজ করেছিলেন। সঙ্গীত পরিচালনা করছেন এ আর রহমান। সব মিলিয়ে বিগ বাজেটের রজনী স্ট্যাইল।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment