Social Icons

Wednesday, December 23, 2015

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৩৭ হিজরি উদ্যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ শুরু হচ্ছে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা।
 বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম এমপি। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মসচিব ড. চৌধুরী মো. বাবুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী, গভর্নর শায়খ আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী প্রমুখ।

প্রখ্যাত শিল্পী মোস্তফা জামান আব্বাসী না’তে রাসূল (সা.) পরিবেশন করবেন।
পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ২৪ ডিসেম্বর ২০১৫ থেকে ৭ জানুয়ারি ২০১৬ পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দেশবরেণ্য পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম উক্ত মাহফিলে বয়ান করবেন।

বাংলাদেশ বেতারের সাথে যৌথ প্রযোজনায় ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মিলানায়তনে বাদ আসর অনুষ্ঠেয় সেমিনার রেকর্ডিং করে বাংলাদেশ বেতার এফ এম ১০৬ মেগাহার্জে প্রতিদিন রাত ১০ টা ১৫ মিনিটে প্রচার করা হবে।
২৪ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর সাহানে ইসলামি ক্যালিগ্রাফি ও মহানবী (সা.)-এর জীবনীভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন বাদ যোহর থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
পবিত্র রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ১৩ ডিসেম্বর থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হয়ে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে। মেলায় কোরআন-হাদিসসহ বিভিন্ন ইসলামি পুস্তক বিশেষ কমিশনে পাওয়া যাবে। প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমমানের মাদ্রাসার শিক্ষার্থী এবং অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মিলনায়তন ও বায়তুল মুকাররম মসজিদের মহিলা নামাজকক্ষে অনুষ্ঠেয় উক্ত প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে কিরাত, হামদ-না’ত ও রচনা প্রতিযোগিতা। এছাড়া জাতীয় ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন-সুন্নাহর আলোকে আরবি ভাষায় খুতবা রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে আগামী ২ জানুয়ারি ও ৩ জানুয়ারি বাদ মাগরিব থেকে যথাক্রমে হামদ-নাত ও কিরাত মাহফিল অনুষ্ঠিত হবে। দেশবরেণ্য কারী ও শিল্পীগণ এতে অংশগ্রহণ করবেন।
আগামী ৪ জানুয়ারি বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে রাসূল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে। দেশের নবীন ও প্রবীণ কবিগণ এতে অংশগ্রহণ করবেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates