নাটাল শহর গড়ে ওঠে ষোড়শ শতাব্দীতে। বালু, বালিয়াড়ি আর উঁচু পাহাড়ের জন্য বিখ্যাত এ নগরী। নাসার মতে, ‘আমেরিকা অঞ্চলের সবচেয়ে বিশুদ্ধ বাতাসে’ এখানেই নিশ্বাস নেওয়া যায়। পর্যটকরা এ শহরের পন্টা নেগ্রাতে ভিড় জমালেও স্থানীয়রা কিন্তু পেত্রপলিসের নৈশ কাবগুলোয় ভিড় জমান। অনেকে আবার ঐতিহাসিক রিবেয়রা পাড়ার গলি এলাকা বেকও দা লামায় কনসার্ট দেখতে যান। এটি সাম্বা নাচের মূল আখড়া, যেখানে পুরনো আর নতুন শিল্পীদের এক মেলবন্ধন ঘটে। এই শহরে পর্দা, তোয়ালে ও কাপড় চোপড় সহ লেসের তৈরি ও এমব্রয়ডারি করা বহু জিনিস পাওয়া যায়। লেসের তৈরি নানা ধরনের উপহার কেনার সবচেয়ে ভালো জায়গা এই নাটাল শহর। অ্যারেনা দাস দুনাস স্টেডিয়ামে (আসন সংখ্যা ৪২,০৮৬) । ব্রাজিলের নতুন পরিবেশবান্ধব স্টেডিয়ামগুলোর একটি হিসেবে এটি সৌরশক্তি ও বৃষ্টির পানি থেকে তৈরি শক্তি দিয়ে চলে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment