আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বিভিন্ন পৌর এলাকায় রিটার্নিং অফিসাররা আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রার্থীদের হয়রানি করেছে। আবার বিএনপির লোকজন বাড়তি সুবিধা পাচ্ছে। নির্বাচন কমিশন বিএনপির প্রতি অতি সদয় হয়ে আমাদের ওপর নির্দয় আচরণ করছে। আমরা ইসির কাছে নিরপেক্ষ আচরণ চাই।’
হানিফের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে এই অভিযোগ জানান। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা পৌর ভোটে আচরণবিধি লঙ্ঘন করছেন- বিএনপির এমন অভিযোগের মধ্যেই ইসিতে পাল্টা এই নালিশ জানালো ক্ষমতাসীন দলটি।
সিইসি কাজী রকিউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক শেষে হানিফ সাংবাদিকদের বলেন, ‘মোটর সাইকেলে দলীয় প্রতীক ব্যবহার করা হয়েছে বলে জরিমানা করা হয়েছে, যা নিরপেক্ষ আচরণ নয়। আমাদের দুজন কর্মীকে হত্যা করা হয়েছে; বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আমাদের ওপর চাপিয়ে দিয়ে তারা বাড়তি সুবিধা নিচ্ছে।’
ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা আচরণবিধির ‘বেড়াজালে’ পড়ে প্রচারে নামতে না পারলেও সংসদের বাইরে থাকা বিএনপির শীর্ষ নেতারা প্রচারে নামার সুযোগ পাচ্ছেন। এ প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, ‘সংসদে না থেকে তারা বাড়তি সুবিধা পাচ্ছেন, সুবিধা নিচ্ছেন; তাদের বাড়তি সুবিধা দিলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। প্লেয়িং ফিল্ড তাদের অনুকূলে রয়েছে। তাদের যেন বাড়তি সুবিধা দেয়া না হয়।’
No comments:
Post a Comment