আসামের বিদ্রোহী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়া ভারতের একটি কারাগার থেকে ছাড়া পেয়েছেন। চারটি মামলার সবকটিতে জামিন হওয়ার পর বৃহস্পতিবার তিনি গুয়াহাটির কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান বলে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে।
গত ১১ নভেম্বর বাংলাদেশ থেকে ভারতে ফেরত নেয়ার পর উলফার সাধারণ সম্পাদক চেটিয়ার বিরুদ্ধে চারটি মামলা হয়। সেই মামলাগুলোতে গ্রেফতার দেখিয়ে তাকে রাখা হয়েছিল কারাগারে।
১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়া ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়।
No comments:
Post a Comment