মিয়ানমারের উত্তর কাচিন প্রদেশের পান্না খনিতে ভূমিধ্বসের ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। শুক্রবারের এই ঘটনায় নিখোঁজ রয়েছে কমপক্ষে আরো ৫০ জন।
এর আগে গত নভেম্বরে একই অঞ্চলে ভূমিধ্বসের ঘটনায় ১১৪ জন নিহত হয়েছিল। পান্না অনুসন্ধানের সময় অনেক পাথর তুলতে হয় এবং সেখানে পাথর জমা হয়। সেখান থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত বলে ধারণা করা হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ব্যাংকক পোস্ট জানিয়েছে, ইতোমধ্যে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং কমপক্ষে আরো ৫০ জন নিখোঁজ রয়েছে। ব্যাংকক পোস্ট।
No comments:
Post a Comment