দুই দশকে সৌদি আরব ২০১৫ সালেই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বিভিন্ন সংগঠনের হিসাবে, এ সংখ্যা কমপক্ষে ১৫৭। শিয়া নেতা শেখ নিমর আল নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করায় সৌদি আরবে মৃত্যুদণ্ড প্রদানের বিষয়টি আবার গণমাধ্যমে আলোচিত হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রে শিরশ্ছেদের মাধ্যমে দণ্ড কার্যকর করা দেশটির প্রসঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, সর্বশেষ ১৯৯৫ সালে ১৯২ আসামির মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড করে সৌদি আরব। এরপর ২০১৫ সালে শরিয়া আইনের অনুসারী দেশটিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। শরিয়া আইনে বেশ কিছু অপরাধের শাস্তি হিসেবে স্পষ্টভাবে মৃত্যুদণ্ডের কথা বলা হলেও এমন অনেক অপরাধ আছে, এই আইনে যেগুলোর কোনো সংজ্ঞা নেই এবং সেসব অপরাধের কোনো শাস্তিও নির্ধারণ করা নেই। এ ক্ষেত্রে বিচারক তাঁর নিজের মর্জি অনুসারে শাস্তি নির্ধারণ করেন। সৌদি আইনে মাদকসংক্রান্ত অপরাধেরও সুনির্দিষ্ট শাস্তির বিধান নেই। অ্যামনেস্টির গত আগস্টের এক প্রতিবেদনে সৌদি আরবের একটি মাদক মামলার ব্যাপারে বলা হয়, মাদক চোরাচালানের অপরাধে গত বছরের মাঝামাঝি সময়ে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অথচ একই অপরাধে ওই ব্যক্তির সঙ্গে গ্রেপ্তার আরেকজনকে দেওয়া হয় ১০ বছরের কারাদণ্ড। হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ২০১৫ সালে প্রথম যে ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাদের মধ্যে এমন ৫৬ জন রয়েছে, যারা শরিয়া আইন অনুসারে সুনির্দিষ্টভাবে মৃত্যুদণ্ডের বিধান সম্পর্কিত কোনো অপরাধ করেনি। বিচারকরা নিজেদের বিবেচনা অনুসারে তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন। অথচ এগুলোর অনেক ক্ষেত্রেই মৃত্যুদণ্ড কার্যত অসম্ভব বলে মনে করেন কর্নেল ল’ স্কুলের বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডসংক্রান্ত গবেষণা পরিচালক ডেলফিন লোরটো। তিনি জানান, দক্ষিণ এশিয়ার ভিন্নভাষী যেসব ব্যক্তিকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়, আদালতে শুনানির সময় তাদের কোনো আইনজীবী নিয়োগের সুযোগ থাকে না। বেশির ভাগ ক্ষেত্রে দোভাষী পর্যন্ত দেওয়া হয় না। এ ছাড়া শিয়া আসামিদের মৃত্যুদণ্ড প্রদানের ক্ষেত্রে সরকারের প্রভাবের প্রশ্নও তোলেন লোরটো। বলা দরকার, সৌদি আইন ওয়াহাবি মতানুসারে পরিচালিত হয়।
সূত্র : এপি।
Sunday, January 3, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment