ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ দেশের প্রবল অর্থনেতিক মন্দা কাটাতে তার অর্থমন্ত্রীকে পরিবর্তন করেছেন। অর্থমন্ত্রী জোয়াকিম লেভির সাথে এক আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত নেন। এরই মধ্যে পরিকল্পনা মন্ত্রী নেলসন বারবোসাকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে ।
গত ২৫ বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার কবলে রয়েছে ব্রাজিল। মন্দার প্রভাব কাটাতে এক রকম হিমশিম খাচ্ছে ব্রাজিল সরকার। লেভির দাবি, তার দেওয়া কৃচ্ছ্রসাধন পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট আর ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সদস্যদের মতৈক্য হয়নি।
আর সে কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে ২০১৬ সাল নাগাদ অর্থনৈতিক মন্দা কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
এর আগে প্রেসিডেন্ট রৌসেফ এর সাথে জোয়াকিমের মন্দা কাটাতে কিছু কঠোর সিদ্ধান্তে দ্বিমত হয়।এর পরেই পদত্যাগের সিদ্ধান্ত নেন জোয়াকিম।
চলতি মাসের শুরুতে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দিলমার অভিশংসন প্রক্রিয়া শুরুর ব্যাপারে সায় দেন কংগ্রেসের নিম্ন কক্ষের স্পিকার এদুয়ার্দো চুনহা।
অন্যদিকে সরকার নিয়ন্ত্রিত সিনেটকে আরও বেশি ক্ষমতা প্রদান করে সুপ্রিমকোর্ট। আর এর মধ্য দিয়ে অভিশংসন প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার ক্ষমতা পেয়ে যায় দিলমা সরকার।
No comments:
Post a Comment