তুরস্কের একটি সেমিনারে অংশগ্রহণে বাধা দেওয়ায় ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিটের শুনানি শেষ হয়েছে। আগামী ২৪ মে এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানি শেষে এ দিন নির্ধারণ করেন।
আজ রোববার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানি শেষে এ দিন নির্ধারণ করেন।
আবেদনকারী দুই আইনজীবী হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও অ্যাডভোকেট তাজুল ইসলাম। এর মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বিশিষ্ট ভাষাসৈনিক অলি আহাদের মেয়ে। আর তাজুল ইসলাম জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের অন্যতম আইনজীবী।
ব্যারিস্টার রুমিন ফারহানা ও তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, তুরস্কের তরাবজনে ইন্টারন্যাশনাল জুরিস্ট ফাউন্ডেশনের আয়োজনে ১৯ মে থেকে ২৩ মে অনুষ্ঠিত একটি সেমিনারে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের। সে মোতাবেক তাঁরা ভিসা প্রসেসিংসহ আনুষঙ্গিক কাজ সম্পাদন করেন। কিন্তু গত ১৮ মে ইস্তাম্বুলে যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে কাতার এয়ারওয়েজ তাঁদের বোর্ডিং পাস দিতে অস্বীকৃতি জানায়। ফলে তারা ওই সেমিনারে আর যেতে পারেননি। পরে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে তাঁরা পৃথক দৃটি রিট আবেদন করেন। আজ রোববার ওই রিটের শুনানি শেষ হয়।
রিটে স্বরাষ্ট্রসচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিমানবন্দরে পুলিশের বিশেষ শাখার ওসি, কাতার এয়ারওয়েজের স্টেশন ও কান্ট্রি ম্যানেজারকে বিবাদী করা হয়েছে।
রিটে স্বরাষ্ট্রসচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিমানবন্দরে পুলিশের বিশেষ শাখার ওসি, কাতার এয়ারওয়েজের স্টেশন ও কান্ট্রি ম্যানেজারকে বিবাদী করা হয়েছে।
No comments:
Post a Comment