Social Icons

Tuesday, June 28, 2016

হজরত ইউনুস [আ.] কেন সমুদ্রে নিক্ষিপ্ত হলেন এবং মাছ কেন তাকে গিলে ফেললো?

ইউনুস [আ.]-এর ব্যাপারে পবিত্র কুরআনের মোট ৬টি সুরার ১৮টি আয়াত অবতীর্ণ হয়েছে। সুরা ইউনুসের ৯৮ আয়াতে তাঁর নাম ইউনুস, সুরা আম্বিয়ার ৮৭ আয়াতে ‘যুন-নূন’ (ذو النون) এবং সুরা ক্বলম ৪৮ আয়াতে তাঁকে ‘ছাহেবুল হূত’ (صاحب الحوت) বলা হয়েছে। ‘নূন’ ও ‘হূত’ উভয়ের অর্থ মাছ। যুন-নূন ও ছাহেবুল হূত অর্থ মাছওয়ালা। একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে তিনি উক্ত নামে পরিচিত হন।
ইউনুস [আ.]-এর ব্যাপারে পবিত্র কুরআনের মোট ৬টি সুরার ১৮টি আয়াত অবতীর্ণ হয়েছে। সুরা ইউনুসের ৯৮ আয়াতে তাঁর নাম ইউনুস, সুরা আম্বিয়ার ৮৭ আয়াতে ‘যুন-নূন’ (ذو النون) এবং সুরা ক্বলম ৪৮ আয়াতে তাঁকে ‘ছাহেবুল হূত’ (صاحب الحوت) বলা হয়েছে। ‘নূন’ ও ‘হূত’ উভয়ের অর্থ মাছ। যুন-নূন ও ছাহেবুল হূত অর্থ মাছওয়ালা। একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে তিনি উক্ত নামে পরিচিত হন। ঘটনাটি এমন- ইউনুস [আ.] বর্তমান ইরাকের মসুল নগরের কাছাকাছি নিনাওয়া নামের এক জনপদের পাপাচারী বাসিন্দাদের প্রতি প্রেরিত হন। তাফসির ও ইতিহাস গ্রন্থসমূহে তার পিতার নাম বলা হয়েছে ‌‌‌‘মাত্তা’। তিনি দীর্ঘদিন তার সম্প্রদায়কে সৎপথের দাওয়াত দেন। তারা তার কথায় কর্ণপাত না করায় আল্লাহ তাদের ওপর গজব অবতীর্ণ করার ঘোষণা দেন। তিনি আল্লহার গজব পতিত হওয়ার আগে কওম ছেড়ে দূরে চলে যান। ইত্যবসরে তার কওম তওবা করে এবং আল্লাহ তাদের ক্ষমা করেন। আল্লাহর নবি নিজের করা ভবিষ্যদ্বাণী মিথ্যা হওয়ার ভয়ে আর সেখানে না ফিরে যাওয়ার মনস্থ করেন। কিন্তু আল্লাহ তাআলা তার এই একক সিদ্ধান্তকে অপছন্দ করেন। ফলে তিনি তাকে পরীক্ষায় ফেলার সিদ্ধান্ত নেন।
স্বাভাবিক দৃষ্টিতে যদিও এটা কোনো অপরাধ ছিলো না কিন্তু পয়গম্বর ও নৈকট্যশীলগণের মর্যাদা অনেক ঊর্ধ্বে। তাই আল্লাহ তাদের ছোট-খাট ত্রুটির জন্যও পাকড়াও করেন। ফলে তিনি আল্লাহর পরীক্ষায় পতিত হন। নিজ সম্প্রদায় থেকে হিজরতকালে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যাবার উপক্রম হলো। তখন নৌকার মাঝি বললো, একজনকে নদীতে ফেলে দিতে হবে। নইলে সবাইকে ডুবে মরতে হবে। এজন্য লটারি হলে লটারিতে পরপর তিনবার তাঁর নাম আসে। ফলে তিনি নদীতে নিক্ষিপ্ত হন। সাথে সাথে আল্লাহর হুকুমে বিরাটকায় এক মাছ এসে তাঁকে গিলে ফেলে। কিন্তু মাছের পেটে তিনি হজম হয়ে যাননি। বরং এটা ছিল তাঁর জন্য নিরাপদ কয়েদখানা। [ইবনে কাসির, আম্বিয়া ৮৭-৮৮]
ইমাম মাওয়ার্দি বলেন, মাছের পেটে অবস্থান করাটা তাঁকে শাস্তিদানের উদ্দেশ্যে ছিলো না বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্যে ছিলো। যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন’। [তাফসিরে কুরতুবি, আম্বিয়া ৮৭]
কুরআনে ঘটনাটি কয়েক স্থানে বর্ণিত হয়েছে-
وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِيْنَ- إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُوْنِ- فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِيْنَ- فَالْتَقَمَهُ الْحُوْتُ وَهُوَ مُلِيْمٌ
‘আর ইউনুস ছিলো পয়গম্বরগণের একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছলো। অতঃপর লটারীতে সে অকৃতকার্য হলো। অতঃপর একটি মাছ তাকে গিলে ফেললো, এমতাবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী।’ [সুরা ছাফফাত, আয়াত ১৩৯-১৪২]

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates