রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মীর পাশে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফট ছিঁড়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ধরে যায়। এতে ৫ জন নিহত ও অন্তত অর্ধশত আহত হয়েছেন বলে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। এদের মধ্যে পুলিশের পক্ষ থেকে তিনজনের নাম জানানো হয়েছে। তারা হলেন জসিম (৩৫), রেজাউল (৩২) ও সালমা (২৮)। অপর দুজনের নাম পরিচয় তাত্ক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে ৩৫ জন উত্তরা আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। এ ছাড়া আহত একই পরিবারের ৩ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
মৃতের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার বিধান ত্রিপুরা বলেন, সন্ধ্যায় হঠাত্ করে ওই ভবনের ক্যাপসুল লিফটটির তার ছিঁড়ে যায়। এ সময় বিকট শব্দ হয় এবং লিফট থেকে ভবনে আগুন ধরে যায়। মার্কেটে আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সন্ধ্যার দিকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ন’টার দিকে বেইজমেন্ট থেকে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ঘিরে রেখেছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মী ছাড়া ভবনের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৬ তলা ভবনের দশ তলা পর্যন্ত শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে মার্কেটের চারটি লিফটের একটি লিফট ছিঁড়ে পড়ে বিকট শব্দ হয়। এতে শর্টসার্কিট হয়ে বৈদ্যুতিক তারের মাধ্যমে ৬ তলা পর্যন্ত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এ ছাড়া মার্কেটের গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এর পরপরই মার্কেটের কয়েকটি ফ্লোরে আগুন লেগে যায়। হঠাত্ লাগা আগুনে বেশ কয়েকজন আটকা পড়েন। তখন মার্কেটে অবস্থানরত শত শত ক্রেতা ও ব্যবসায়ীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের পরিস্থিতি বিবেচনা করে ফায়ার সার্ভিস আরো ৯টি ইউনিটি ঘটনাস্থলে এনে আগুন নেভানোর চেষ্টা করে। টানা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সাংবাদিকদের জানায়, ভবন থেকে তারা এ পর্যন্ত আহত ও দগ্ধ অবস্থায় ২৫ থেকে ৩০জনকে উদ্ধার করেছেন।
মার্কেটের মালিক পক্ষ জানিয়েছে, লিফটের ধারণ ক্ষমতা দেখেই লোক ওঠা-নামা করছিল। যখন লিফটি নামছিল তখন ওভারলোড ছিল না। লিফটে মাত্র ১২ থেকে ১৩ জন লোক ছিল। তারপরও কেন লিফট ছিঁড়ে পড়ল সে ব্যাপারে কেউ কিছু জানাতে পারেনি। ঘটনার পরপরই র্যাব-পুলিশ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বলছেন বিষয়টি তারা তদন্ত করে দেখবেন। প্রাথমিক তদন্তে তারা তেমন কিছু পাননি বলে সাংবাদিকদের জানিয়েছেন। তবে লিফটে ত্রুটি ছিলো এটা স্পস্ট। তবে ত্রুটিটা কী সেটা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ওই মার্কেটের লিফট নিরাপত্তাকর্মী আব্দুল জব্বার জানান, ৬তলা থেকে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে বিকট শব্দের সাথে সাথে আগুন ধরে যায়। আগুন চারতলা পর্যন্ত ওঠে। কিছুক্ষণ পর আরো ২/৩টা বিস্ফোরণ ঘটে। পরে জানা যায় আরো দুইটি লিফট শর্টসার্কিটে বিস্ফোরণ হয়।
এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় ৫ জন মারা গেছেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক মোহাম্মদ আলী আহম্মেদ খান জানান, লিফটের রশি ছিঁড়ে পড়ে দুর্ঘটনার সূত্রপাত ঘটে। বেজমেন্টে একটি নামাজের স্থান ছিল। লিফট ছিঁড়ে নিচে পড়লে নামাজের ঘরের দেয়াল ভেঙে যায়, তাতেই এসব হতাহতের ঘটনা।
এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আগুনে একই পরিবারের তিনজন দগ্ধসহ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে মাহমুদুল হাসান (৩৫), তার মেয়ে মাইশা (১০), আট মাস বয়সী ছেলে মন্তাকিমকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর আহত মামুন (২৮) জরুরি বিভাগে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।
মাহমুদুল হাসানের আত্মীয় সোহান জানান, মাহমুদুল হাসানের বাসা উত্তরার ১৩ নম্বর সেক্টরে। তিনি ট্রপিক্যাল হোমস লিমিটেডের এজিএম। তাদের অফিস ওই ভবনের বেজমেন্টে। গতকাল বিকালে মাহমুদুল হাসান তার দুই বাচ্চাকে নিয়ে সেখানে ইফতার পার্টিতে এসেছিলেন। তাদের গ্রামের বাড়ি বগুড়া সদরে হলেও উত্তরা-১৩ সেক্টরে থাকেন তারা। মাইশা উত্তরা মাইলস্টোন স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। এছাড়া রাজলক্ষ্মী মার্কেটের বিসমিল্লাহ মিষ্টির কর্মচারী মামুন ছুটোছুটি করে বের হতে গিয়ে আহত হন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment