Thursday, June 30, 2016
মেসির সাথে দেখা করবেন প্রেসিডেন্ট
ফুটবলের জাদুকর লিওনেল মেসির সাথে দেখা করবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মারিসিও মাসরি। আর দেখা করে তাকে জাতীয় দলে ফিরে আসতে রাজি করাবেন। আগামী সপ্তাহে সাক্ষাৎ হতে পারে তাদের। মঙ্গলবার প্রেসিডেন্ট এ কথা জানিয়েছেন। সোমবার কোপা আমেরিকায় চিলির কাছে পরাজয়ের পর জাতীয় দল থেকে আকস্মিক বিদায়ের ঘোষণা দেন মেসি। এর থেকে তাকে ফেরাতে অনুরোধ করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মারিসিও মাসরি। ফোন করে তাকে অনুরোধ করেন এবং পরবর্তীতে দেখা করার সিদ্ধান্ত নেন। ওই দিন রাতেই দেশে ফিরেন মেসিসহ পুরো দল। তবে তার অবসরের সিদ্ধান্তের ব্যাপারে এখনো সবার সামনে মুখ খোলেননি। মারিসিও মাসরি জানান, আন্তর্জাতিক ফুটবল থেকে আকস্মিক অবসরের ঘোষণার পর তিনি মেসির সাথে টেলিফোনে কথা বলেছেন। এর আগে মেসিকে ফোনে তিনি বলেন, কোনো ধরণের সমালোচনা গায়ে না মাখাতে। জাতীয় দলে তার অসাধারণ পারফরমেন্সে প্রেসিডেন্টে যে খুব গর্বিত সে কথাও বলেন। সূত্র : ডেইলি মেইল
Labels:
খেলাধুলা,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment