Sunday, June 26, 2016
ব্রিটিশ ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেন বরখাস্ত
ব্রেক্সিট গণভোটের পর লেবার দলেও চলছে উত্তেজনা। আর সেই উত্তেজনার মধ্যেই বরখাস্ত করা হলো ব্রিটিশ ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেনকে। লেবার পার্টির প্রধান জেরেমি করবিন অভিযোগ করে বলেন, হিলারি বেন তার নেতৃত্বের বিরুদ্ধে অভ্যুত্থান চালাচ্ছেন। এদিকে বিবিসি জানিয়েছে, ব্রেক্সিটের পর থেকে আত্মবিশ্বাসে অভাবে ভুগছেন জেরেমি করবিন। লেবার দলের ভিতরেও চলছে বিশৃঙ্খলা। কারণ কনজারভেটিভ পার্টির মতোই লেবার দলের একটি অংশ ব্রেক্সিট-বিরোধী এবং অপরটি ব্রেক্সিটের পক্ষে। এই দ্বন্দ্বের মধ্যেই হিলারি বেনকে বরখাস্ত করে আরো সমস্যার মধ্যে আছেন জেরেমি। এদিকে নিজের পদত্যাগ সম্পর্কে হিলারি বেন বলেন, আমি তাকে ফোন করেছিলাম একজন বন্ধু হিসেবে। তাকে জানিয়েছিলাম, দলে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অবস্থান নিয়ে আমি আত্মবিশ্বাসী নই। আর এরপরই সে আমাকে বরখাস্ত করেছে। উল্লেখ্য, ব্রেক্সিটের পক্ষে ভোটের ফলাফল আসার পরপর যুক্তরাজ্যের রাজনীতিতে বড় ধরনের এক পরিবর্তনের আশঙ্কা করছে দেশটির রাজনীতি বিশ্লেষকরা। সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজ্যগুলো পুনরায় স্বাধীনতার জন্য গণভোট চাইতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে পুনরায় ব্রেক্সিট বিষয়ে গণভোটের জন্য পিটিশন শুরু করেছে দেশটির একটি অংশ।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment