তিনি বলেন, 'দেশে এখন ১৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ১৫৮ জন মোবাইল সিম ব্যবহারকারী রয়েছে। ৪ জুন পর্যন্ত ১১ কোটি ৬০ লাখ গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতে তাদের সিম নিবন্ধন করেছেন।'
সাইবার অপরাধ দমনের জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর এ প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিআরটিসি) সাইবার অপরাধ দমনের জন্য 'বাংলাদেশ কমপিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম' গঠন করেছে।
তিনি জানান, বর্তমানে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও ধর্মবিরোধী লেখা ব্লক করে দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য আপত্তিকর লেখাগুলো ব্লক করে দেওয়া হয়েছে।
সাইবার পর্যবেক্ষণের জন্য ইন্টারনেট নিরাপত্তা প্লাটফর্ম ইন্টারনেট সেফটি সল্যুশন (আইএসএস) কেনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, ইন্টারনেটে অনাকাঙ্খিত কনটেন্ট ব্লক করার জন্য ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের সঙ্গে সমঝোতা করা হয়েছে। এর ফলে কোন অভিযোগ জানানো হলে ৪৮ ঘণ্টার মধ্যে তারা জানাবে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা বেগমের আর এক প্রশ্নের জবাবে তিনি জানান, ১৯৭২ সাল থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত ৩৫৪.৫২ কোটি টাকা টেলিফোন বিল বকেয়া রয়েছে।
No comments:
Post a Comment