Social Icons

Sunday, June 26, 2016

সোমালিয়ায় হোটেলে জঙ্গি হামলায় নিহত ১৪

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি হোটেলে ইসলামপন্থী জঙ্গি সংগঠন আল-শাবাবের হামলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। নাসো হাবলোদ হোটেলে হামলা চালিয়ে বন্দুকধারীরা তা দখল করে নেয় এবং অতিথিদের জিম্মি করে। পরে নিরাপত্তা বাহিনী আবার সেটির নিয়ন্ত্রণ নিয়েছে । খবর বার্তা সংস্থা এএফপি’র। নিহতদের মধ্যে নিরাপত্তা রক্ষী, বেসামরিক লোক ও বেশ কয়েকজন হামলাকারী রয়েছে। আল-শাবাব জঙ্গিরা পশ্চিমা সমর্থিত সরকারকে উৎখাতে প্রায়ই নগরীতে হামলা চালায়। কর্মকর্তারা বলেন, প্রথম এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে হোটেলের প্রবেশ দ্বারে বিস্ফোরণ ঘটায়। এরপর হামলাকারীরা হোটেলে ঢুকে পড়ে। হোটেলে ঢুকে বন্দুকধারীরা অতিথিদের লক্ষ্য করে গুলি চালায় বলে এক প্রত্যক্ষদর্শী জানান। আলি মুহাম্মাদ নামের ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘তারা যাকে দেখতে পায় তাকেই গুলি করে। আমি হোটেলের পেছনের দরজা দিয়ে পালিয়ে যাই।’ হামলাকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে এরপর বন্দুকযুদ্ধ বেধে যায়। পুলিশ বলেছে, অন্তত ৪ জন এই হামলা চালিয়েছে। ক্যাপ্টেন মুহাম্মাদ হুসেইন বলেন, হোটেলের বাইরে কর্মরত নারীরাও নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এই হামলায় কোন অতিথি নিহত হয়েছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। মোগাদিশুর দক্ষিণাঞ্চলে অবস্থিত নাসো হাবলোদ হোটেলে প্রায়ই রাজনীতিবিদ ও পর্যটকরা ওঠেন। জঙ্গি গোষ্ঠীটি বলেছে, তারা ‘যেসব স্থানে সরকারি কর্মচারীদের আনাগোনা বেশি সেখানেই হামলা চালায়।’ চলতি মাসের গোড়ার দিকে সোমলিয়ার রাজধানীর অপর একটি হোটেলে এক ভয়াবহ হামলায় অন্তত ১০ জন নিহত ও অর্ধশত লোক আহত হয়। জঙ্গি গোষ্ঠী আল-শাবাব ওই হামলার দায়িত্ব স্বীকার করে। ২০১১ সালে মোগাদিশু থেকে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট এই জঙ্গি গোষ্ঠীকে হটিয়ে দেয়া হয়। তবে তারপরও নগরীতে প্রায়ই তারা হামলা চালায়।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates