একেই বলে ভাগ্য। কোপা আমেরিকার গত আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপাবঞ্চিত হয় লিওলেন মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে শিরোপা হারানোর পর দ্বিতীয় বড় কোনো টুর্নামেন্টে দলকে তুলেও শিরোপা খরা কাটাতে ব্যর্থ হন ফুটবল জাদুকর।
এবার গ্রুপপর্বের প্রথম ম্যাচেই দুঃস্বপ্ন হয়ে আসে চিলি। তবে ইনজুরি আক্রান্ত মেসিকে ছাড়াই সেই দুঃস্বপ্নকে উড়িয়ে দেন ডি মারিয়া-আগুয়েরা। কিন্তু ঘুরেফিরে কোপা আমেরিকার শতবর্ষ আয়োজনের ফাইনালে সেই চিলিকেই পেল আর্জেন্টিনা।
এই দিকে কোপায় চ্যাম্পিয়ন হতে না পারলে বাড়ি ফেরার দরকার নেই বলে মেসির প্রতি এই বার্তা ম্যারাডোনার।
আর্জেন্টিনা টেলিভিশন চ্যানেল সিফাইভএন’কে ম্যারাডোনা বলেছেন, ‘আমরা এবার অবশ্যই কোপায় চ্যাম্পিয়ন হব। আর আমরা যদি শিরোপা জিততে না পারি, তাহলে ওদের দেশে ফেরার দরকার নেই।’
ওদের বলতে তিনি বুঝিয়েছেন আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের। বাংলাদেশ সময় সোমবার আর্জেন্টিনা-চিলি ফাইনালে মুখোমুখি হবে।
১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার দুটি বিখ্যাত গোলের ৩০ বছর পূর্তি উপলক্ষে ম্যারাডোনার সাক্ষাৎকার নেয় ওই টিভি চ্যানেল।
যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডে বাংলাদেশ সময় আগামী সোমবার ভোর ৬টায় ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment