কেবল মিত্ররাই নয় মেসির জন্য সহানূভূতির হাত বাড়িয়েছে শত্রুপক্ষও। ব্রাজিলের নতুন কোচ টিটেও চাইছেন মেসি যেন আবার ফিরে আসেন। তবে পেনাল্টি শুট আউট পদ্ধতির সমালোচনা করেছেন তিনি। এটিকে ‘অমানবিক’ বলেও ব্যাখা করেছেন ব্রাজিল কোচ।
‘পেনাল্টি শুটআউট সব সময়ই ‘নির্দয়’ হয়। মেসির জন্য খারাপ লাগছে। আমার মতে টাইব্রেকার দিয়ে ফুটবল ম্যাচের শেষ হতে পারে না। আমাদের অন্য কোনো পদ্ধতি ভাবা উচিত।’ তবে কি সেই পদ্ধতি তা অবশ্য জানেন না তিনি। তবে জানান অবশ্যই এই ‘নির্দয়’ পদ্ধতির পরিবর্তন করা দরকার।
ব্রাজিলের নতুন এই কোচ আরো বলেন, ‘টাইব্রেকারে শট নিতে দক্ষতা ও মানসিক শক্তি দুটোই থাকতে হয়। তবুও পেনাল্টি মিস হতে পারে। টাইব্রেকার মিস করায় মেসিকে অপরাধী ভাবা হচ্ছে। এটা মোটেও ঠিক নয়। যে কারো ক্ষেত্রেই এমনটা হতে পারে।’
No comments:
Post a Comment