Social Icons

Sunday, June 26, 2016

ইতালিতে শীর্ষ ফেরারি মাফিয়া ডন গ্রেপ্তার

ইতালি রবিবার দেশের এক শীর্ষ তালিকাভুক্ত মাফিয়া ডনকে গ্রেপ্তার করেছে বলে ঘোষণা করেছে। খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ আসামি দুই দশক ধরে পলাতক ছিল। আরনেস্তো ফাৎজালারি নামের ৪৬ বছর বয়সী এ ফেরারি আসামিকে রবিবার সকালে ক্যালাব্রিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রত্যন্ত এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে গ্রেপ্তার করা হয়। ফাৎজিলারি ১৯৯৬ সাল থেকে পলাতক ছিল। ১৯৯০ সালে মাফিয়া সংশ্লিষ্টতা, অপহরণ, অবৈধ অস্ত্র রাখা ও জোড়া হত্যাকাণ্ডের জন্য তার অনুপস্থিতিতে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং সাজা দেয়া হয়। ফাৎজিলারির গ্রেপ্তারকে সরকারের বিরাট সাফল্য হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি এক টুইট বার্তায় এ গ্রেপ্তারের জন্য বিচারকম-লী ও আইন-শৃংখলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো ফাৎজিলারিকে অন্যতম গুরুত্বপূর্ণ ফেরারি আসামি বর্ণনা করে বলেন, এ ধরনের বিজয় সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা জোগায়। তিনি বলেন, এ ঘটনা প্রমাণ করে আইন ও বিচার থেকে পলিয়ে পার পাওয়া যায় না 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates