আমেরিকায় শেষ হল শতবর্ষী কোপা আমেরিকা। এবারের এই বিশেষ আসরের শিরোপা ঘরে তুলেছে চিলি। আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপার স্বাদ পেল সানচেজ-ভিদালরা।
আর শিরোপার সাথে সাথে অন্যসব পুরস্কারও নিজের দখলে নিয়েছে চিলির ফুটবলররা।
পুরো আসরে দারুণ খেলা অ্যালেক্সিস সানচেজ জিতে নিয়েছেন গোল্ডেন বলের পুরস্কার। আর টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ভার্গাস। আর সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন চিলি অধিনায়ক ক্লাদিও ব্রাভো।
আর্সেনাল তারকা সানচেজ পুরো আসরে নিজে যেমন গোল করেছেন। তেমনি অন্যকে দিয়ে করিয়েছেনও। তার পুরস্কার হিসেবেই গোল্ডেন বলের পুরস্কার গেল তার দখলে। সানচেজের গোল সংখ্যা ৩টি। অন্যদিকে মেসির চেয়ে মাত্র ১ গোল বেশি করে বুট জিতেছেন ভার্গাস। মেসির গোল সংখ্যা ছিল ৫টি। আর গোল বারের নিচে অতন্দ্র প্রহরী ছিলেন চিলির অধিনায়ক ক্লাদিও।
ফাইনালের টাইব্রেকারেও প্রতিপক্ষের শট আটকে দেন তিনি। তার পুরস্কার হিসেবে গোল্ডেন গ্লাভস জিতলেন ক্লাদিও।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment