Thursday, June 30, 2016
গুগলে আর বিরক্তিকর বিজ্ঞাপন দেখতে হবে না
নতুন এক পদক্ষেপে সার্চ জায়ান্ট গুগল ব্যবহারকারীদের কোন ধরনের বিজ্ঞাপন দেখাবে কিংবা কোন ধরনের বিজ্ঞাপন দেখাবে না, তা নিয়ন্ত্রণের সুযোগ করে দিচ্ছে। এতে গুগলের যেকোনো ব্যবহারকারী তার ডিভাইসে বিজ্ঞাপন নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত তথ্য গোপন করার সুযোগ পাবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস। গুগলের বিজ্ঞাপন প্রচারের ধরনটা মূলত ব্যবহারকারী নির্ভর। ব্যবহারকারীর অনলাইনে বিভিন্ন কার্যক্রম ও অবস্থানের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রচার করা হয়। এ ক্ষেত্রে স্মার্টফোন, কম্পিউটার ও অন্যান্য ডিভাইসকেও ব্যবহার করে গুগল। নতুন প্রাইভেসি টুল পুরোপুরি চালু হলে গুগলের এক বিলিয়নেরও বেশি ব্যবহারকারী, যারা গুগলের সার্চ ইঞ্জিন ও অন্যান্য সেবা ব্যবহার করেন তারা বিভিন্ন বিজ্ঞাপন ব্লক করে দিতে পারবেন। এতে ব্যবহারকারীর কম্পিউটারে সে বিজ্ঞাপনটি আর আসবে না। এ বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেক ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে হবে গুগলকে। সম্প্রতি গুগলের সার্চ ইঞ্জিন, জিমেইল ও ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা নতুন এ ব্যবস্থার নোটিশ পাওয়া শুরু হয়েছে। তবে সব ব্যবহারকারীর হাতে এ পদ্ধতি যাওয়ার আগে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে গুগল। গুগলের বিজ্ঞাপনগুলোকে নিয়ন্ত্রণের জন্য ব্যবহারকারীরা 'মাই অ্যাকটিভিটি' নামে একটি ফিচার ব্যবহার করতে পারবেন। এ ফিচারে ব্যবহারকারীরা তাদের অনলাইন অ্যাকটিভিটিজের রেকর্ড মুছতে পারবেন। এ ছাড়া অনলাইনে কোন বিষয়টি সার্চ করছেন কিংবা ইউটিউবে কোন ভিডিও দেখছেন তাও গুগলের রেকর্ড থেকে মুছে ফেলা যাবে। গুগলের নতুন উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন ও প্রাইভেসি নিয়ে যে সমালোচনা রয়েছে, তা কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
Labels:
বিজ্ঞান ও টেক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment