ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না থাকা নিয়ে গণভোটের কারণে ব্যাপক প্রভাব পড়েছে দেশটির মুদ্রা পাউন্ডের ওপর। মার্কিন ডলারের বিপরীতে পাউন্ডের দাম সর্বোচ্চ পরিমাণ কমে গেছে। পাউন্ডের দাম কমতে কমতে এক পর্যায়ে এসে ১ দশমিক ৩৩০৫ ডলারে এসে পৌঁছে। এই পতনের হার ১০ শতাংশের বেশি। ১৯৮৫ সালের পর এত নিচে আর কখনো নামেনি পাউন্ডের দাম।
বৃহস্পতিবার মধ্যরাতে পাউন্ডের দাম বেড়ে ১ দশমিক ৫ ডলার ছিল। ইইউ ছেড়ে যাওয়ার পক্ষে প্রচারকারী নিজেল ফারাজে বলেছিলেন, ইইউতে যুক্তরাজ্যের থেকে থাকার জোরালো সম্ভবনা রয়েছে। কিন্তু ভোট গণনার প্রথম ফলেই যখন দেখা যায়, ইইউ ছেড়ে যাওয়ার পক্ষে বেশি মানুষ। এ কারণে উত্তর-পূর্ব ইংল্যান্ডে পাউন্ডের দাম কমে ১ দশমিক ৪৩ ডলারে দাঁড়ায়।
ভোটের এই প্রভাব পড়েছে দেশটির শেয়ারবাজারেও। আজ শুক্রবার লন্ডন স্টক এক্সচেঞ্জে এফটিএসই ১০০ সূচক খোলার মুখেই ৮ শতাংশ ধস নামে।
No comments:
Post a Comment