স্পেনকে হারিয়ে গত আসরের প্রতিশোধ নিল ইতালি। ইউরোর শেষ ষোলোর ম্যাচে ইতালি ২-০ গোলে হারিয়েছে স্পেনকে। গিয়ের্গিও চিয়েল্লিনি ও গ্র্যাজিয়ানো পেল্লে আজ্জুরিদের দুই গোলদাতা। এই জয় ইতালিকে নিয়ে গেল শেষ আটে।
ইউরো ২০০৮-এ স্পেনের কাছে হেরেছিল ইতালি। ২০১২-র ফাইনালে ৪-০ গোলে একই প্রতিপক্ষের কাছে বিধ্বস্ত হয়েছিল আজ্জুরিরা। এবার আন্তনিও কন্তের শিষ্যরা সেই দুটি হারের বদলা নিল সুদে-আসলে।
ম্যাচের ৩৩ মিনিটে গোলের খাতা খোলেন ডিফেন্ডার গিওর্গিও চিয়েল্লিনি। গোলের ব্যবধানটা আরও হতে পারতো, কিন্তু গোলকিপার ডেভিড ডি গিয়ার দুরন্ত নৈপুণ্যের কারণে বারবার বেঁচে যায় ইনিয়েস্তারা। জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আক্রমণের পর আক্রমণ শানায় স্পেন। কিন্তু তাদের সব আক্রমণ বাধাগ্রস্ত হয় ইতালির রক্ষণদুর্গে। ইনজুরি টাইমে প্রতি-আক্রমণ থেকে গোল পেয়ে যান গ্রাজিয়ানো পেল্লে।
কোয়ার্টার ফাইনালে ইতালির প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। আগামী শনিবার বর্দোয় এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment