ঘরের মাঠে চলমান শতবর্ষী কোপা আমেরিকার তৃতীয় স্থানও পেল না যুক্তরাষ্ট্র। রদ্রিগেজের কলম্বিয়ার কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে তারা।
পুরো আসরে দাপটের সঙ্গে খেলা যুক্তরাষ্ট্র সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালে ওঠা থেকে বঞ্চিত হয়। অনেকেই ভেবেছিলেন নিজেদের মাঠে অন্তত তৃতীয় স্থানটা পাবে ক্লিন্সম্যানের শিষ্যরা। কিন্তু সেটা হলো না।
রোববার সকালে গ্রেনডেইলে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে কলম্বিয়া। তবে গোলের দেখা পেতে সময় লাগে তাদের।
খেলার ৩১ মিনিটে রদ্রিগেজের বাড়িয়ে দেয়া বল সান্তিয়াগো অ্যারাইস হেড করে এগিয়ে দেন কার্লোস বাক্কার দিকে। বাক্কা গোল করতে ভুল করেননি। দুর্দান্ত এক শটে যুক্তরাষ্ট্রের জালে বল জড়িয়ে দেন বাক্কা।
বাক্কার ওই এক গোলই জয় এনে দেয় ২০০১ সালের কোপার চ্যাম্পিয়নদের।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment