প্রতি ৫ জনের মধ্যে ১ জন মহিলা জীবনসঙ্গীর উচ্চতা সম্পর্কে জানতে চাইলে বলেন ‘নিজের চাইতে ৪-৬ ইঞ্চি বেশি উচ্চতার পুরুষ খুঁজে থাকি’।
একটি গবেষনায় দেখা যায় প্রায় ৭০% মহিলা নিজের চাইতে অন্তত ৫ ইঞ্চি লম্বা পুরুষের সাথে জীবন যাপনে ইচ্ছুক। মাত্র ৫% মহিলাদের মতে উচ্চতা কোনো ব্যাপার নয় এবং বাকি ২৫% মহিলা নিজের চাইতে কিছুটা হলেও লম্বা পুরুষের সাথে জীবন যাপনের ইচ্ছা প্রকাশ করেন।
এছাড়া মাত্র ৩৫% পুরুষ বলেন, তাদের জন্য উচ্চতা কোনো ব্যাপার নয়। কিন্তু বাকি ৬৫% পুরুষও নিজের চাইতে উচ্চতায় খাটো মেয়ে খুঁজে থাকেন জীবনসঙ্গিনী বেছে নেয়ার জন্য।
বায়োলজিক্যাল এক্সপার্ট এবং সাইকোলজিস্টদের মতেও পুরুষ ও মহিলার মধ্যে পুরুষের উচ্চতা বেশি হওয়াকে প্রাধান্য দেয়া উচিত। তাদের মতে এতে দাম্পত্যজীবন সুখের এবং দীর্ঘস্থায়ী হয়।
তবে ‘লাভহানি’ নামের কোম্পানির দ্বারা আয়োজিত জরিপে দেখা যায় বেশীরভাগ মহিলা নিজের চাইতে কমপক্ষে ৫ ইঞ্চি বেশি উচ্চতার সঙ্গী খুঁজে থাকেন।
No comments:
Post a Comment