ব্রেক্সিটের ফলে লন্ডনভিত্তিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় ৪০ হাজার কর্মজীবীকে ছাঁটাই করা হবে বলে জানিয়েছে দ্য ফরচুন। ইউরোপের অর্থনৈতিক রাজধানী হিসেবে পরিচিত লন্ডন থেকে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো মূল অফিস সরিয়ে নেয়ায় এ অবস্থার সৃষ্টি হবে।
‘এমন হবে কেউ ভাবতেই পারেনি’- মার্কেটিং ম্যানেজার ম্যাক্স হফম্যানের ঘোর কাটছে না এখন। কিন্তু বাস্তবে তো জয় হয়েছে ব্রেক্সিটের। লন্ডনের ব্যাংকপল্লীতে কান্নার রোল উঠেছে কর্মরত শ্রমিকদের মধ্যে। বার্তা সংস্থা এএফপি জানায়, নিুআয়ের শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠবে।
তাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ব্রেক্সিটের ফলে অস্বস্তিতে পড়েছেন শ্রমিকরা। উত্তর আয়ারল্যান্ডও এখন আয়ারল্যান্ডের সঙ্গে একীভূত হওয়ার জন্য গণভোট ডাকতে পারে বলেও আশংকা প্রকাশ করেছেন শ্রমিকরা।
Saturday, June 25, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment