Social Icons

Tuesday, June 28, 2016

অর্থমন্ত্রীকে এরশাদ ---- ৩৭ হাজার কোটি টাকা মাফ করার আপনি কে?

বাজেটের কলেবর বৃদ্ধি, ৩৭ হাজার কোটি টাকার খেলাপি ঋণ মওকুফ এবং ব্যাংকের সাগর চুরির বিষয়ে কঠোর সমালোচনা করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। 
  
মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ সমালোচনা করেন। 
  
খেলাপি ঋণ মওকুফের সমালোচনা করে এরশাদ বলেন, 'এই অধিকার আপনাকে (অর্থমন্ত্রী) কে দিয়েছে? এটা জনগণের টাকা, পেনশন ভোগীদের টাকা। এই টাকা আপনি মওকুফ করে দিয়েছেন। এই অধিকার আপনাকে আমরা দেইনি।' 
  
বাজেটের সমালোচনা করে তিনি বলেন, 'অর্থমন্ত্রী বিরাট বাজেট দিয়েছেন। বাজেট বড় হলেই জনগণের জনগণের কল্যাণ হবে তা বলা যাবে না। বাজেট দেয়ার পর ব্যবসায়ীরা বলেছেন এমন জটিল বাজেট তারা আর দেখেনি। তারা যদি এ কথা বলে তাহলে কিভাবে হবে?' 
  
এ সময় ব্যাংকের অর্থ জালিয়াতকারী ও অর্থ পাচারকারীদের বিচারের দাবি জানিয়ে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, 'যারা লুটেরা তাদের বিচার করতে পারেন না; তারা মাথা উঁচু করে আছেন। আমার সময় তো কোনো ব্যাংক জালিয়াতি হয়নি। পারলে দেখান- আমার সময় কোনো ব্যাংক লুটপাট হয়েছে, তাহলে রাজনীতি ছেড়ে দেব।' 
  
তিনি ২০১১-১২ সালে শেয়ারবাজারে ধসের কথা উল্লেখ করে বলেন, 'আমরা এখনও তা কাটিয়ে উঠতে পারিনি। আমি শেয়ারবাজারে গিয়েছিলাম। কান্না শুনেছি, আর্তনাদ শুনেছি। এনিয়ে গঠিত কমিটির রিপোর্ট আমরা জানতে পারিনি, কোনো প্রভাবও দেখিনি। তাহলে এই কমিটি করে লাভ কী?' 
  
এ সময় পানামা পেপার্সে অর্থ পাচারকারীদের যে তালিকা এসেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। 
 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates