ভাবতে পারেন, মেসিকে ফেরাতে আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী দল ক্যাম্পেইনে নেমেছে! আর্জেন্টিনার সেই দলের স্ট্রাইকার জর্জি ভালদানো তো বলেই দিয়েছেন, জনগণই শক্তি!
ভালদানো সমালোচকদের কড়া সমালোচনা করে বলেছেন, 'আমরা জাতিগতভাবেই বোধহয় প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তির কাছে প্রত্যাশা করি বেশি। ম্যারাডোনা থেকে মেসি_ একই ভুল করে যাচ্ছি। যেখানে গোটা দলের কাছে আমাদের শিরোপা চাওয়ার কথা, সেখানে আমরা সেটা চাচ্ছি শুধু মেসির কাছে। প্রতিটি টুর্নামেন্টেই মেসি সেরা হয়েছে, অথচ তাকেই আমরা দুষছি কি-না শিরোপা না পাওয়ার জন্য!' তিনি মনে করেন, কোনো ব্যক্তি মেসিকে তার সিদ্ধান্ত থেকে টলাতে পারবেন না। তবে কেউ পারলে সেটা আর্জেন্টিনার আপামর জনগণই পারবে, 'মেসির অবসরের ঘোষণার পর গোটা দেশে যে সামাজিক আন্দোলন শুরু হয়েছে তা মেসি উপেক্ষা করতে পারবে না। হয়তো কিছুটা সময় নেবে, কিন্তু সে ফিরবেই।'
স্পেনের প্রভাবশালী দৈনিক মারকা জানিয়েছে, সেপ্টেম্বরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে মেসি তার সিদ্ধান্ত বদলাতে পারেন।
গতকালই আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে মেসির ব্রোঞ্জের একটি মূর্তি স্থাপন করেছেন মেয়র লারেতা রদ্রিগুয়েজ। সেখানে কয়েকশ' মানুষ মেসির দশ নম্বর জার্সি পরে সমবেত হন। মেসিকে ফেরাতে দেশজুড়ে 'ডোন্ট গো মেসি' নামে যে ক্যাম্পেইন শুরু হয়েছে, সেখানে একাত্মতাও প্রকাশ করেন মেয়র। ইতোমধ্যেই দেশটির প্রেসিডেন্ট মেসিকে ফেরার আহ্বান জানিয়েছেন। '৮৬ বিশ্বকাপের মহানায়ক ম্যারাডোনাও বলেছেন 'ফিরে এসো'। মেসিকে ফেরাতে আদতেই একটি সামাজিক আন্দোলন গড়ে উঠছে আর্জেন্টিনায়। যার পাটাতন হিসেবে সবচেয়ে বড় কাজটা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমই। এরই মধ্যে ফেসবুকে 'ফিরে এসো মেসি' ইভেন্টে এক লাখের ওপর ভক্তানুরাগী যাওয়ার জন্য স্বাক্ষর দিয়েছেন।
তাকে ফেরাতে আগামী শনিবার রাজধানীর ঐতিহাসিক অবিলিস্ক স্কয়ারে হাজারো মেসিভক্তের সমবেত হওয়ার কথা রয়েছে। সেখান থেকেই মেসিকে ফেরানোর গণদাবি তুলবেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা। মেসি সেই ডাক ফেলতে পারবেন না বলে বিশ্বাস সবারই। যাদের তালিকায় আছেন খোদ দেশটির প্রেসিডেন্ট মার্সিও মার্কি।
প্রেসিডেন্ট মার্কির সঙ্গে দেশে ফেরার পরই কথা হয়েছে মেসির। প্রেসিডেন্ট তাকে ফোন করেই ফিরে আসার আহ্বান জানান। আগামী সপ্তাহেই প্রেসিডেন্টের আহবানে সাড়া দিয়ে তার সঙ্গে মেসি দেখা করবেন বলে আশা প্রকাশ করেছেন মার্কি। বুধবার কেবিনেট মিটিং শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'মেসি আমাদের ঈশ্বর প্রদত্ত এক উপহার। আমরা ভাগ্যবান যে ঈশ্বর প্রদত্ত এমন একজনকে আমরা পেয়েছি, যে কি-না বিশ্বফুটবলের সেরা। সে আমাদের প্রতিটি আর্জেন্টিনা নাগরিককে গর্বিত করেছে। তাকে আমাদের যত্ন করতে হবে, এটা আমাদের দায়িত্ব। মেসির সঙ্গে আমার কথা হয়েছে, তাকে বলেছি, স্টুপিড সমালোচকদের কথা কানে নিও না। তুমি সত্যটা জেনে রেখো যে, আমরা তোমাকে নিয়ে খুশি।' এভাবেই মেসিকে ফেরানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। তার বিশ্বাস, আপামর আর্জেন্টনাইনদের আবেদন মেসি ফেরাতে পারবেন না। আগামী সপ্তাহেই মেসির সঙ্গে দেখা হওয়ার পর একটা ইতিবাচক খবর দিতে পারবেন তিনি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment