সিরিয়ার বিদ্রোহীদের জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং সৌদি আরব যে অস্ত্রের চালান পাঠিয়েছিল সেগুলো ব্লাক মার্কেট বা কালোবাজারে বিক্রি হয়ে গেছে। অস্ত্র বহনকারী জাহাজটি জর্ডানে পৌঁছার পরই এগুলো চুরি করে নেয় দেশটির গোয়েন্দা বাহিনী। পরে তারা সেগুলো কালোবাজারের অস্ত্র ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
পত্রিকাটি বলছে, গেল নভেম্বরে আম্মানের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলায় দুই মার্কিন নাগরিকসহ যে পাঁচজনকে হত্যা করা হয়েছিল, সেখানে ওই চুরি যাওয়া অস্ত্র ব্যবহার করা হয়েছিল। জর্ডানের এক পুলিশ কর্মকর্তা ওই হামলা চালিয়েছিল। হামলায় যুক্তরাষ্ট্রের দুই নিরাপত্তা ঠিকাদার, একজন আফ্রিকান প্রশিক্ষক এবং দুই জর্ডান নাগরিক প্রাণ হারিয়েছিলেন।
মার্কিন ও জর্ডানি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, গেল বছরের শেষদিকে সিরিয়ার বিদ্রোহীদের প্রশিক্ষণ দেয়ার জন্যই ওই অস্ত্রগুলো জর্ডানে পাঠানো হয়েছিল।
কিন্তু জর্ডানে পৌঁছার পরপরই সেগুলো চুরি হয়ে যায়। ফলে সেখানকার কালোবাজারে নতুন নতুন আগ্নেয়াস্ত্রের জোয়ার তৈরি হয়। জর্ডানের সরকারি কর্মকর্তারা এসব অস্ত্র বিক্রির টাকা দিয়ে আইফোন ও গাড়িসহ নানা বিলাসী সামগ্রী কেনাকাটা করেছে বলেও পত্রিকাটি জানিয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সিআইএ।
Tuesday, June 28, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment