তুরস্কের ইস্তাম্বুল শহরের আতাতুর্ক বিমানবন্দরে গুলিবর্ষণ ও আত্মঘাতী বোমা হামলা হয়। ওই ঘটনার কয়েক ঘণ্টা আগেও আতাতুর্ক বিমানবন্দরে দুই ছেলেকে নিয়ে অবস্থান করছিলেন বলিউড তারকা হৃতিক রোশন। তবে ঘটনার আগেই তিনি ছেলেদের নিয়ে বিমানবন্দর ছাড়েন।
হৃতিক রোশন টুইটারবার্তায় বলেছেন, ঘটনার সময়ও তাঁদের বিমানবন্দরে থাকার কথা ছিল। তবে ভাগ্যক্রমে এর আগেই তাঁরা বিমানবন্দর ছেড়েছেন।
হৃতিক লিখেছেন, কানেক্টিং ফ্লাইট মিস করায় তিনি দুই ছেলে রেহান ও রিদানকে নিয়ে ইস্তাম্বুলের বিমানবন্দরে আটকে যান। পরবর্তী ফ্লাইটটি ছিল পরদিন। তবে ইকোনমি ক্লাসের টিকেটেই তিনি সন্তানদের নিয়ে বিমানে ওঠেন এবং ঘটনার আগেই তাঁদের বিমান আতাতুর্ক বিমানবন্দর ছেড়ে যায়।
অপর এক টুইটারবার্তায় হৃতিক লিখেছেন, ইস্তাম্বুল বিমানবন্দরের স্টাফরা তাঁকে সহায়তা করেছিলেন। পরে তিনি হৃদয়বিদারক ঘটনাটি জানতে পারেন, যেখানে ধর্মের জন্য নিরপরাধ মানুষ হত্যা করা হয়েছে।
টুইটারবার্তায় হৃতিক রোশন সন্ত্রাসবাদ রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
ইস্তাম্বুল আতাতুর্ক বিমানবন্দরে প্রধান ফটকের সামনে গুলিবষর্ণ করে বন্দুকধারীরা। পুলিশ পাল্টা গুলিবর্ষণ করলে তাঁরা আত্মাঘাতী বোমা হামলা চালায়। এ ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৪৭ ব্যক্তি।
No comments:
Post a Comment