রাতারাতি পরমাণু শক্তিধর হওয়ার ক্ষমতা রাখে জাপান। তাই উত্তর কোরিয়াকে এখনই সামলানো জরুরি। না হলে বিপদ হতে পারে।
চীনকে এমনই কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির গণমাধ্যমকে এ কথা বলেছেন।
এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও এই বার্তা দেয়া হয়েছে বলে বাইডেন জানিয়েছেন।
জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও যেভাবে উত্তর কোরিয়া একের পর এক পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে, তাতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।
চীনের পরোক্ষ প্রশ্রয়েই উত্তর কোরিয়ার এই যুদ্ধের হুংকার দিচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন বাইডেন। তার মতে, যুক্তরাষ্ট্র এবং চীন যদি উত্তর কোরিয়ার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে বিপদ বাড়বে।
বাইডেনের কথায়, 'যদি জাপান আগামীকাল পরমাণু অস্ত্র বানিয়ে ফেলে, তাহলে কী হবে? আক্ষরিক অর্থেই রাতারাতি পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা রাখে তারা।'
Tuesday, June 28, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment