আজ কেবিনেট মিটিং শেষে এভাবেই কথাগুলো বলেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট। তিনি মনে করেন দেশবাসীর আবেদন ফেলতে পারবেন না মেসি এবং খুব তাড়াতাড়িই ফিরে আসার ঘোষণা দেবেন।
প্রেসিডেন্ট জানান, মেসির সাথে দেখা করার পরই ইতিবাচক খবর দিতে পারবেন তিনি। তবে স্পেনের প্রভাবশালী দৈনিক মার্কা জানিয়েছে, আগস্টে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে নিজের সিদ্ধান্ত বদলাবেন মেসি।’
আপাতত রোজারিওতে পরিবারের সঙ্গে ছুটিতে আছেন মেসি। রাজধানী বুয়েন্স আয়ার্সে মেসির ব্রোঞ্জের একটি মূর্তি স্থাপন করেছেন মেয়র লারেতা রদ্রিগুয়েজ।
সেখানে কয়েকশ’ মানুষ মেসির দশ নম্বর জার্সি পরে সমবেত হন। মেসিকে ফেরাতে দেশজুড়ে যে ক্যাম্পেইন শুরু হয়েছে, সেখানে একাত্মতা প্রকাশ করেন মেয়র। সূত্র: ইয়াহু ও মার্কা
No comments:
Post a Comment