Tuesday, June 28, 2016
ব্রেক্সিট : অনাস্থা ভোটে হারলেন জেরেমি
গণভোটে ব্রেক্সিটের পর দলের নেতৃত্বের প্রশ্নে অনাস্থা ভোটে হেরেছেন দেশটির বিরোধী দল লেবার পার্টির প্রধান জেরেমি করবিন। মঙ্গলবার বিকালে পার্লামেন্টে লেবার এমপিদের গোপন ভোটে তিনি ১৭২-৪০ ভোটে হেরে যান। তবে এই ভোট মানতে বাধ্য নন লেবার পার্টির প্রধান জেরেমি করবিন। তিনি বলেন, (দলীয় এমপিদের ) এই ভোটের কোনো সাংবিধানিক বৈধতা নেই। পদত্যাগ করে (দলের কাউন্সিলে) যারা আমাকে নেতা নির্বাচিত করেছেন তাদের সঙ্গে প্রতারণা করতে পারি না। ব্রেক্সিট গণভোটে হারার পর থেকেই দলের ছায়ামন্ত্রীদের একের পর এক পদত্যাগের কারণে নেতৃত্ব থেকে করবিনের সরে দাঁড়ানোর দাবি তোলেন সমালোচকরা। সোমবারের লেবার পার্টির সংসদীয় দলের বৈঠকে এ নিয়ে একটি প্রস্তাব ওঠে। মঙ্গলবার ওই প্রস্তাবের ওপর দলের এমপির এই গোপন ভোটে অংশ নেন। ইইউতে থাকা না থাকা প্রশ্নে গণভোটে থেকে যাওয়ার পক্ষেই প্রচারণা চালিয়েছিলেন জেরেমি করবিন। তবে তার দলীয় সদস্যদের অভিযোগ, প্রচারণায় তিনি প্রয়োজনের তুলনায় খুব কমই ভূমিকা রেখেছিলেন।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment