Monday, June 27, 2016
'ব্রিটেনের প্রধানমন্ত্রীকে অনুসরণ করে বাংলাদেশেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন'
ব্রিটেনের প্রধানমন্ত্রীকে অনুসরণ করে বাংলাদেশেও একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকারের প্রতি উদ্দেশে খালেদা জিয়া বলেছেন, ব্রিটেনে গণ ভোটের পর সেখানকার প্রধানমন্ত্রী রায় মেনে নিয়ে নির্বাচন ঘোষণা করেছেন। তেমনি ব্রিটেনের প্রধানমন্ত্রীকে অনুসরণ করে বাংলাদেশেও একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন। আজ সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে ঢাকা লেডিস ক্লাবে সোমবার এক ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি আহবান জানান। এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এ ইফতার মাহফিলের আয়োজন করে। খালেদা জিয়ার সঙ্গে মূল মঞ্চে ইফতার মাহফিলে যোগ দেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধূরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক নেতা অধ্যাপক ছদরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ইঞ্জিনিয়ার্স এসাসিয়েশন অব বাংলাদেশের সভাপতি প্রকৌশলী আ ন হ আক্তার হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া, কৃষিবিদ মোখলেসুর রহমান, হাসান তুহিন জাফরী, শামীমুর রহমান শামীম, শামছুল আলম তোফা প্রমুখ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment