সারা পৃথিবীর ওয়েব সাইটগুলোতে উত্তর কোরিয়ার প্রসঙ্গ প্রায়ই উঠে আসে। পারমাণবিক বোমা পরীক্ষা বা প্রেসিডেন্ট কিম জং উনের স্বাস্থ্যের খবর প্রায়ই হাজারো ওয়েব সাইটের প্রধান খবরে পরিণত হয়। তবে ইন্টারনেটে এই দেশটির অবদান কিন্তু খুব সামান্যই। সম্প্রতি ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে দেশটির মাত্র ২৮টি রেজিস্টার্ড ডোমেইন রয়েছে।
উত্তর কোরিয়ার একটি টপ লেভেল নেমসার্ভার ভুলভাবে কনফিগার করায় .kp ডোমেইনের একটি তালিকা ফাঁস হয়ে পড়ে।
.pk ডোমেইন নাম দিয়ে যেসব সাইট রয়েছে তার বেশিরভাগই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের। এর মধ্যে পিয়ংইয়ং ব্রডকাস্টিং সার্ভিস, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি, সংস্কৃতি বিষয়ক কমিটির ওয়েব সাইট রয়েছে।
ওয়ার্কার্স পার্টির ওয়েব সাইটে সম্প্রতি যেসব খবর আপলোড করা হয়েছে তার মধ্যে, 'জন্মদিন উপলক্ষে বুদ্ধিজীবীদের মাঝে কিম জং উনের উপহার প্রেরণ', 'দক্ষিণ কোরিয়ার তরুণদের মধ্যে মাদক সংক্রান্ত অপরাধ বৃদ্ধি' এমন খবর রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
No comments:
Post a Comment