গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় আজ শনিবার সকালে বয়লার বিস্ফোরণের ঘটনায় চার তলা ভবন পুড়ে যায়। পরে আগুন পাশের ৫ তলায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নি ফায়ার সার্ভিস কর্মীরা।
আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত আগুন লাগার স্থলে ২৫টি ইউনিট কাজ করেছে বলে জানা গেছে। যোগাযোগের ব্যবস্থা না থাকায় পাশের ৫ তলায় যেতে পারছেন না কর্মীরা। একপাশ থেকে কাজ চালিয়ে যেতে হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আগুনের তীব্রতায় চারতলা ভবনের একাংশ ধসে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানার বাইরে আশপাশের বাসাবাড়ি, গোডাউন, ব্যাংক ও কারখানায় ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনায় মহিলা ও শিশুসহ ২৪ জন নিহত ও শতাধিক শ্রমিক ও পথচারী আহত হয়েছে।
আহতদের টঙ্গী সরকারি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ ও উত্তরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে টঙ্গী, জয়দেবপুর, ঢাকার কুর্মিটোলা ও আশুলিয়া ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডিডি বদিউজ্জামানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, আজ সকাল ৫টা ৫৫মিনিটে কারখানার নিচতলায় মূলফটকের পাশে স্থাপিত বয়লার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানায় রক্ষিত ট্যাবলেটের স্ট্রিপ্ট, পটেটো চিপস ও বিস্কুটের ফয়েলপ্যাক তৈরির বিভিন্ন কাঁচামাল ও কেমিক্যালের ড্রামে ছড়িয়ে পড়ে।
No comments:
Post a Comment