প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে ভিসা প্রয়োজনিয়তা হয়ে দেখা দেয় এর আগেও ভিসার ইতিহাস আছে । ভিসার অর্থ দেখা । যেকোন দেশের নাগরীক অন্য কোন দেশে স্বল্প সময়ের জন্য থাকতে দেবার অনুমতি হল ভিসা ।
ভিজিট ভিসা ব্রাজিল / Visit Visa
যদি আপনি বেড়াতে যেতে চান আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে বা ঘুরতে চান দেখতে চান ব্রাজিল, কিংবা কোন বিজনেস মিটিং আছে সেখানে যেতে চান - তাহলে আপনাকে ৯০ দিনের মাল্টিপল ভিজিট ভিসা দেবে ব্রাজিল। এই ভিসাতে আপনি যেকোন সময় ব্রাজিল যেতে পারবেন বা আসতে পারবেন । আর এই ৯০ দিনের ভিসা নিয়ে এক সাথে ৯০ দিন বা কাজ শেষে দেশে ফিরে আবার ৯০ দিনের মধ্যে ব্রাজিল জাওয়ার বা থাকার অনুমতি দেবে আপনাকে ইমিগ্রেশন ডিপামেন্ট ।
এই ভিসা পাবার যোগ্যতা হল আপনি আবার নিজের দেশে ফেরত আসবেন সেই নিশ্চয়তা যেন কনসুলার অফিসার পান । এই ভিসার খেত্রে আপনার পুর্বের ট্রাভেল হিষ্ট্রি দেখা হয় অর্থাত কোন দেশে আগে গিয়েছেন, দেশে কি চাকুরী বা ব্যবসাতে আছেন, কোথায় পড়াশুনা করেছেন, আপনার মানথলি ইনকাম কত । আনুসাংগিক ডকুমেন্টস দেখতে চাইবে ব্রাজিল হাই কমিশন ।
ভিজিট ভিসা ফর মিটিং এন্ড সাইট সিং
৬ মাসের ব্যাংক স্টেটম্যান্ট, ব্যাংক সলভেন্সি লেটার, অফিস লেটার আপনার পদবী বেতন, কতদিন হল জবে আছেন বা ব্যবসাতে আছেন উল্লেখ করে । ব্যবসা করলে ট্রেডলা্ইসেন্স লাগবে এবং সেটা নোটারী করে দিতে হবে । ব্যাংকষ্টেটম্যান্টের শেষ ব্যালান্স অন্তত একলাখ টাকার উর্দ্ধে থাকতে হবে । ব্রাজিলের ক্ষেত্রে ব্যাংকে অবশ্যই আরও বেশি ৬ থেকে ৭ লক্ষ টাকা দেখাতে হবে । সাথে কনফার্ম হোটেল বুকিং বা এক জন ব্রাজিলিয়ান নাগরিক এর ইনভাইটেশন লাগবে ।
বিজনেস হলেও অবশ্যই ইনভাইটেশন লাগবে ।
No comments:
Post a Comment