কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডায় পৌঁছেছেন।
লন্ডন থেকে তাকে বহনকারী এয়ার কানাডার ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল চারটা পনেরো মিনিটে মন্ট্রিয়লের পিয়েরে এলিয়ট ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অটোয়ায় বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে এবং তার সফর সঙ্গীদের স্বাগত জানান। পরে বিমানবন্দর থেকে শেখ হাসিনাকে মন্ট্রিয়লের ওমনি মন্ট-রয়্যাল হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি এ হোটেলেই চারদিন অবস্থান করবেন।
শুক্রবার কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠেয় ফিফথ রিপ্লেনিসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ) সম্মেলনে তিনি যোগদান করবেন। এবং বিকেল চারটা থেকে চারটা কুড়ি মিনিট দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।
No comments:
Post a Comment