চীনের মূল ভূখণ্ডে আঘাত করেছে সুপার টাইফুন মিরান্তি। এর আগে তাইওয়ানে ব্যাপক তাণ্ডব চালায় টাইফুনটি। গত ২১ বছরের মধ্যে মিরান্তিই সবচেয়ে শক্তিশালী টাইফুন।
টাইফুনের প্রভাবে তাইওয়ানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২২৭ কিলোমিটার। সেখানে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তাইওয়ানের বিশাল এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার অন্তত পাঁচ লাখ মানুষ অন্ধকারে রাত কাঠিয়েছেন সেখানে।
প্রবল বৃষ্টি ও ঝড়ে বৃহস্পতিবার চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শিয়ামেনে ভূমিধস হয়েছে। ওই এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দক্ষিণ চীনের বিমানের বহু ফ্লাইট বাতিল ও রেল পরিসেবা বন্ধ করে দেয়া হয়েছে। ১০ হাজার মানুষকে ওই এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। সূত্র: বিবিসি
No comments:
Post a Comment