তবে চাঁদের যেমন কলংক থাকে মেসির বিরুদ্ধেও তেমন কিছু অভিযোগ আছে। আর্জেন্টাইন অধিনায়ক ও বার্সা তারকার বিরুদ্ধে রয়েছে নারী কেলেংকারির মতো গুরুতর অভিযোগ।
সাম্প্রতিক সময়ে স্বচ্ছ ভাবমূর্তির মেসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ ওঠে। এরপরই কেমন যেন বদলে যায় পরিবেশ। নারী কেলেংকারিতে জড়িয়ে সেই ইমেজের আরও বারোটা বেজেছে।
মেসির বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন তরুণী অভিযোগ এনেছেন। দিনকয়েক আগে আর্জেন্টাইন মডেল জোয়ানা গনজালেজ মেসির শয্যাসঙ্গী হয়েছিলেন বলে দাবি করেছেন। তবে এ বিষয়ে মেসি কোনো মন্তব্য করেননি।
বেশ কয়েকবছর আগে ল্যারিসা রিকলমেও একই অভিযোগ এনেছিলেন মেসির বিরুদ্ধে। তখন অনেকেই বলেছিলেন, খুব সহজে নাম কেনার জন্যই মেসির সঙ্গে নাম জড়িয়েছেন রিকলমে।
উত্তেজক মন্তব্য করার জন্য বিখ্যাত মডেল রিকলমের অভিযোগ, 'জানেন আমার সঙ্গে সেক্স করার জন্য কে টাকা দিতে চেয়েছিল?'
ওই সাক্ষাৎকারের সময়ে উপস্থিত থাকা আর্জেন্টাইন গায়িকা পাবলিটো রুইজ চিৎকার করে বলে ওঠেন, 'ইট ওয়াজ মেসি।'
সঙ্গে সঙ্গে ল্যারিসা রিকলমে বলতে শুরু করেন, 'একদম ঠিক।' তার পরে সুর চড়িয়ে প্যারাগুয়ান এই মডেল বলেন, 'আমিও যেমন তেমন মেয়ে নই। অর্থ দিয়ে সেক্স কেনা যায় না।'
মেসি অবশ্য ল্যারিসা রিকলমের এমন দাবির বিরুদ্ধেও মুখ খোলেননি। বিষয়টাও বহুদিনের পুরনো।
এদিকে শুধু ল্যারিসা রিকলমে বা মডেল জোয়ানা গনজালেজই নন, মেসির বিরুদ্ধে একাধিক নারীর এমন অভিযোগে মনে হচ্ছে, 'যা রটে তার তো কিছুটা বটে'!
No comments:
Post a Comment