আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম জঙ্গিগোষ্ঠী হিজবে ইসলামির সঙ্গে শান্তিচুক্তি করেছে দেশটির সরকার। শান্তি চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানটি সরাসরি টিভিতে সম্প্রচার করা হয়েছে।
চুক্তি অনুযায়ী গোষ্ঠীটির নেতা গুলবুদ্দিন হেকমাতিয়ারকে অব্যাহতি দেয়া হবে। তার বিরুদ্ধে অনেক নৃশংসতার অভিযোগ রয়েছে। বিনিময়ে সহিংসতার পথ ছেড়ে হেকমাতিয়ার আফগানিস্তানের সংবিধান মেনে নেবেন। বর্তমানে গোপন আশ্রয়ে লুকিয়ে থাকা হেকমাতিয়ারকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে স্বাক্ষর করলেই চুক্তি কার্যকর হবে। হেকমাতিয়ার ১৯৯০ এর দশকে কিছু সময়ের জন্য আফগানিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র এখনো তাকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে।
সাম্প্রতিক সময়ে তালেবানের সহিংসতায় হিজবে ইসলামির ভূমিকা সামান্যই, তাই এই শান্তিচুক্তি আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থার খুব একটা পরিবর্তন হবে না। তবে ধারণা করা হচ্ছে এই শান্তিচুক্তি অন্যদেরও এই পথে হাটতে অনুপ্রাণিত করতে পারে। বিবিসি।
No comments:
Post a Comment