Wednesday, September 21, 2016
চার বছরে বিমানে সাড়ে চার হাজার কোটি টাকার অনিয়ম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটিডে গত চার বছরে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার অনিয়ম হয়েছে। ২০১০-২০১১ হতে ২০১৪-১৫ অর্থ বছর পর্যন্ত সময়ে এসব অনিয়ম হয়। ওই সময়ের মধ্যে ৭০৭টি অডিট আপত্তির সন্ধান পেয়েছে সংসদীয় কমিটি। এতে জড়িত অর্থের পরিমান ৪ হাজার ৩০৯ কোটি ২১ লাখ ২৮ হাজার ৯১৮ টাকা। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এতথ্য তুলে ধরা হয়। কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. হাবিবর রহমান, আবদুর রউফ ও অ্যাডভোকেট নাভানা আক্তার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটি সূত্র জানায়, বাংলাদেশে অপারেটরকারি দেশি-বিদেশি এয়ার লাইনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। অনেক বিমান সংস্থা নতুন রুট সন্ধান করছে এবং সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বৃদ্ধির আবেদন রয়েছে। দেশি এয়ারলাইন্সগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ লিমিটেড এবং নভোএয়ার লিমিটেড আন্তর্জাতিক ও অত্যন্তরীন রুটে ফ্লাইট পরিচালনা করছে।
Labels:
বিজ্ঞান ও টেক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment