Social Icons

Tuesday, September 6, 2016

ভুল পথে দৌড়েও ম্যারাথনে জয়ী!

ম্যারাথনে অংশ নিয়ে ঠিক পথেই দৌড়াচ্ছিলেন কনেল ড্রুমন্ড। সবার আগেই ছিলেন। তবে বিপত্তি বাধল মাঝপথে। কিছুদূর যাওয়ার পরই সাহায্যকারী দলের সদস্যরা ভুল পথ নির্দেশ দিল তাকে।
 
ব্যস, আর কি! ভুল পথে দৌড়তে শুরু করলেন কনেল। তবে ২ মাইল যাওয়ার পরই বুঝতে পারলেন তিনি ভুল পথে চলে এসেছেন। এরপরে ফের সেই ভুল রাস্তার ২ মাইল পথ পার করে সঠিক রাস্তায় উঠতে হল তাকে।
 
ততক্ষণে পিছনের ম্যারাথন রানাররা অনেকটাই এগিয়ে গিয়েছেন কনেলের চেয়ে। তিনি পিছিয়ে পড়েছেন ১৬তম স্থানে। যারা তার পিছনে ছিলেন তাদের টেক্কা দিতে হতো কনেলকে। তবে তিনি হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম ও মনের জোরকে সঙ্গী করে শেষপর্যন্ত দৌড় শেষ করেন তিনি এবং আশ্চর্যের ব্যাপার, সবাইকে পিছনে ফেলে রেস জিতে নেন তিনি।
 
 
স্কটল্যান্ডের এলগিনে আয়োজিত এই প্রতিযোগিতার নাম ছিল 'গ্লেন মোরে ম্যারাথন'। মোট ৩ ঘণ্টা ১৬ মিনিট ১১ সেকেন্ডে কনেল দৌড় শেষ করেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। মার্শাল আর এসকর্ট গাড়ির মধ্যে যোগাযোগের ভুলেই এই ঘটনা ঘটেছে বলেও জানানো হয়েছে।
 
কিলমারনক, পূর্ব আয়ারশায়ারের বাসিন্দা কনেল ড্রুমন্ড দৌড় শেষে জানিয়েছেন, আমি দৌড়ে যাচ্ছিলাম। তবে সাহায্যকারী গাড়ি আমাকে নির্দেশ দিতেই বুঝে যাই কিছু একটা গন্ডগোল হয়েছে। পরে সব শুনে ফিরে আসি।
 
ভুল রাস্তার কথা শুনে তিনি প্রথমে মুষড়ে পড়েছিলেন। তবে মাথা ঝুকিয়ে দৌড় শেষ করবেন বলে মনস্থির করেন। আর কনেলের এই হার না মানা মানসিকতাই তাকে দৌড়ে সবার প্রথম করল বলে মনে করছেন ম্যারাথনের উদ্যোক্তা পল রোগান। 
 
এমন ভুল ভবিষ্যতে আর যেন না হয় সেবিষয়ে নিশ্চিত করেছেন তিনি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates