আলেপ্পোয় জাতিসংঘের ত্রাণ বহরে বোমা হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া ও সিরিয়া। হামলার পর বিভিন্ন দেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় মঙ্গলবার মস্কো এক বিবৃতিতে একথা জানায়। এদিকে এ ঘটনায় ত্রাণ সরবরাহ স্থগিত করেছে জাতিসংঘ।
বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে ত্রাণ বহরে সোমবার শেষরাতের দিকে বিমান হামলা চালালে ১৮টি ট্রাক ধ্বংস হয়ে যায়। রেডক্রস জানিয়েছে, এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। হাজার হাজার সিরীয় নাগরিকের জন্য তারা ত্রাণ নিয়ে যাচ্ছিল। এ ঘটনাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
রাশিয়ার বার্তা সংস্থার বরাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আইগর কোনাশেনকভ এক বিবৃতিতে জানিয়েছেন, আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরতলীতে জাতিসংঘের ত্রাণ বহরে রাশিয়া এবং সিরিয়ার বিমান বাহিনী কোনো হামলা চালায়নি। এদিকে স্বেচ্ছাসেবী উদ্ধার গ্রুপ দি সিরিয়ান সিভিল ডিফেন্স (এটি হোয়াইট হেলমেট হিসেবে পরিচিত) বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ট্রাকগুলোর আগুন লাগার ছবি প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, আগুনের কুন্ডলী দিয়ে রাতের আকাশ ছেয়ে গেছে।
ওদিকে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন নিউ ইয়র্কে সাধারণ পরিষদের সভায় এ হামলাকে কাপুরুষোচিত কাজ বলে উল্লেখ করেন। সংস্থাটির কর্মকর্তা জেনস লার্কি এ হামলাকে যুদ্ধাপরাধ বলেছেন। হামলার ঘটনায় সকল ধরনের ত্রাণ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংস্থাটি। তাছাড়া মঙ্গলবারও আলেপ্পো প্রদেশের উত্তরে ব্যাপক বিমান হামলা হয়েছে। সূত্র: আল জাজিরা
No comments:
Post a Comment