বাংলাদেশ সফর নিয়ে দেশটির সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন কিছুদিন আগে এক বক্তব্যে বলেছিলেন, তিনি অধিনায়ক থাকরে সিরিজ বয়কট করতেন। কিন্তু বর্তমান জাতীয় দলে খেলা পেসার প্লাঙ্কিট বাংলাদেশে আসার ব্যাপারে মত দেন।
এছাড়া আরেক ক্রিকেটার মঈন আলীও বাংলাদেশে আসতে চান বলে জানা গেছে। তবে অধিকাংশ খেলোয়াড় এখনও দোটানায় ভুগছেন। তারা বোর্ডের কাছে সিদ্ধান্ত জানাননি।
তাই তো ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস এক রকম হুশিয়ারই করে দিলেন ক্রিকেটারদের। বাংলাদেশ সফরে যারা না আসবে তারা হয়তো পরবর্তীতে ইংল্যান্ড জাতীয় দলে খেলার সুযোগ নাও পেতে পারেন।
আর ক্রিকেটারদেরকে সিরিজ নিয়ে সিদ্ধান্ত জানাতে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি।
স্ট্রাউসের কথায়, দলে কেউ যদি জায়াগা ছেড়ে দেন এবং তার পরিবর্তে দলে সুযোগ পাওয়া অন্যকেউ ভালো করেন তাহলে যিনি জায়গা ছেড়ে দিলেন তার আর দলে ফেরার কোনো নিশ্চয়তা আপনি দিতে পারেন না।
তিনি আশা প্রকাশ করে বলেন, আমার বিশ্বাস সবাই বাংলাদেশ সফরে যাবে।
প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের। সিরিজে বাংলাদশের সঙ্গে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড।
No comments:
Post a Comment