সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি। শুক্রবার বিকালে এক সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
‘বিপ্লব ও সংহতি দিবস’ এর অংশ হিসেবে প্রথমে ৭ ও পরে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছিল বিএনপি। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোহওরায়ার্দীতে সমাবেশের অনুমতি দেওয়া হবে না। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, একই স্থানে একাধিক রাজনৈতিক দল সমাবেশ ডাকায় নিরাপত্তাজনিত কারণে কাউকে ৭ ও ৮ নভেম্বর সমাবেশ করতে দেয়া হবে না।
পুলিশকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনারা যে অজুহাত দিয়েছেন, যে অন্য রাজনৈতিক দলও দরখাস্ত করেছে, সেজন্য দিতে পারলেন না। ঠিক আছে, তাহলে ৮ তারিখে আমাদেরকে পার্টি অফিসের সামনে সমাবেশ করার অনুমতি দিন।
No comments:
Post a Comment