ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নরের বিরুদ্ধে ধর্ম অবমানানার অভিযোগ এনে হাজার হাজার মুসলিম আজ সেখানে বিক্ষোভ করেছে। গভর্নর বাসুকি চাহাইয়া এহক পুরনামা জাতিগতভাবে চীনা খ্রিষ্টান। তার বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ আনা হয়েছে।
তবে গভর্নর এহক বলেছেন, ভোটারদের বিভ্রান্ত করার জন্য তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ কোরানের একটি আয়াতকে ব্যবহার করছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ায় বাসুকি চা্হাইয়া এহক পুরনামা হচ্ছেন জাকার্তার প্রথম চীনা বংশোদ্ভুত গভর্নর।
তার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে হাজার হাজার বিক্ষোভকারী জাকার্তার ইসতিকলাল মসজিদ থেকে মিছিল করে প্রেসিডেন্টের প্রাসাদ পর্যন্ত যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় জাতিগত এবং ধর্মীয় উত্তেজনা বাড়তে পারে বলে আশংকা করছে কর্তৃপক্ষ। জাকার্তায় নিরাপত্তা বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
বিক্ষোভে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেয়। বিক্ষোভে জাকার্তার কেন্দ্রস্থল কার্যত বন্ধ হয়ে যায়। পরিস্থিতি মোকাবেলায় জাকার্তায় মোতায়েন করা হয়েছে ২০ হাজার পুলিশ।
ইন্দোনেশিয়ার জাতিগত চীনারা মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ। ১৯৯৮ সালে এক দাঙ্গার সময় তাদের মালিকানাধীন দোকান-পাট এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়। বিবিসি
No comments:
Post a Comment